Thursday, December 3, 2020

স্টুডেন্ট অবস্থায় নিজে চলা ও টিউশন ফি পরিশোধ করার কিছু টেকনিক !!!

 গত পর্বে আমরা আলোচনা করেছিলাম যে , স্টুডেন্ট থাকা অবস্থায় কোনো ভাবেও নিজের খরচ ও টিউশন ফিস ম্যানেজ করা যায় না। কিন্তু আবার দেখা যায় ,বেশির ভাগ স্টুডেন্ট কিন্তু বাসা থেকে টাকা নেয় না। এখন প্রশ্ন হলো তাহলে কিভাবে ম্যানেজ করতে পারি ?

প্রথমত মাস্টার্স স্টুডেন্টদের তো কোনো চিন্তা নাই। কারণ সে তো এক বছরের টিউশন ফিস দিয়ে তারপর যাচ্ছে। সুতরাং তার টিউশন ফিস নিয়ে কত চিন্তা থাকার কথা না। পড়াশুনা শেষে সে জব শুরু করবে। তাই এই লেভেল নিয়ে কোনো কথা বলার প্রয়জন নাই।
এখন আসি অনার্স লেভেল এর ক্ষেত্রে কি হবে ?
গত দিন আমরা আয়ারল্যান্ড এর উদহারণ দিয়েছিলাম।
আজ উদাহরণ হিসাবে পোল্যান্ড কে নিলাম।
**একটা সহজ হিসাব করি :-
## সাধারণত স্টুডেন্ট রা সপ্তাহে ২০ ঘন্টা কাজ করে।
তাই ৪ সপ্তাহে ২০* ৪= ৮০ ঘন্টা।
## ১ ঘন্টা তে স্যালারি দেয় ১৫ জলতি। (১০০ জ্লোটি = ২২.৪৯ ইউরো)
## তাহলে ৮০* ১৫= ১২০০ জলতি। সাধারণত ১২০০ থেকে ১৫০০ জলতি ইনকাম করতে পারে একজন স্টুডেন্ট।
## প্রতি মাসে খরচ ৬০০ থেকে ৮০০ জলটি। (জায়গা ভেদে কম বা বেশি হতে পারে।)
## ধরেন আপনার কাছে মাসে ৫০০ জলতি থাকে। তাহলে, ৫০০* ১২= ৬০০০ জলতি বছরে থাকে। মানে ১৩৫০ ইউরো।
## তাহলে যাদের টিউশন ফিস ১৫০০ থেকে ২০০০ ইউরো তাদের টা পসিবল।
## সাধারণ হিসাব মতে ২০০০ ইউরো পর্যন্ত কেন সম্ভব বললাম? আপনি যদি অফ ডে তে কাজ করেন তাহলে পার ঘন্টা বেতন ১৫ জলতি এর জায়গায় আরো বেশি পাবেন।
এখন দেখি ৩০০০ পর্যন্ত টিউশন ফিস পরিশোধ করা কি আসলে সম্ভব ?
যেহেতু লিগ্যাল ওয়েতে হচ্ছে না তাহলে কোনো ফাঁক ফোঁকর পাই নাকি ?
সাধারণত এই লেভেল এর দেশগুলোতে ইন্ডিয়ান , চাইনিজ , অন্যান্য কিছু রেষ্ট্রুরেন্ট বা কাবাব শপ আছে যেখানে আপনাকে ওভার টাইম কাজ করতে দিবে বাট বৈধ না। কারণ তারা আপনার এই কাজ এর জন্য সরকার কে কোনো ট্যাক্স পে করবে না। এই জন্য আপনার কাজের বেতন ও কম দিবে।
## আপনি যদি সপ্তাহে ৫ দিন ক্লাস করেন তাহলে ওই ৫ দিন ক্লাস শেষ করে ৫ ঘন্টা করে কাজ করেন। ৫ দিন সাধারণত ক্লাস থাকে না ৩ থেকে ৪ দিন ক্লাস হয়।
বাকি থাকে ছুটির ২ দিন। ওই ২ দিন কি তাহলে ঘুম হবে ??
## ওই দুই দিন ডে তে ৮ ঘন্টা আর রাতে ৫ ঘন্টা কাজ করবেন।
## তাহলে টোটাল :- (৫ দিন ৫ ঘন্টা = ২৫ ঘন্টা , বাকি ২ দিন ৮+৫=১৩*২=২৬ ঘন্টা) =৫১ ঘন্টা সপ্তাহে।
## আপনার বৈধ আর অবৈধ এভারেজ করে বেতন ধরলাম ১২ জলতি করে।
অতএব, ৫১*১২=৬১২ জলতি সপ্তাহে।
## সুতরাং মাসে হয় ৬১২*৪=২,৪৪৮ জলতি।খাওয়া বাবদ ৮০০ বাদ। (২৪৪৮-৮০০) =১৬৪৮ জলতি।
## বারো মাসে হয়, ১৬৪৮*১২=১৯,৭৭৬ জলতি =৪৪৪৬ ইউরো।
তাহলে? হিসাব তো মিলে গেলো।
অনেকে বলবেন ভাই অবৈধ উপায়ে কাজ করে মরবো নাকি?আপনি মিয়া মরার যুক্তি দিচ্ছেন ? না ভাই, আমি মন গড়া কথা এখানে বলি নি। পোল্যান্ড এ যারা থাকে তাদের কথা এগুলো।
## আচ্ছা আমরা এই পথেও যাবো না লিগ্যাল ওয়ে তে কাজ করতে চাই। আমরা বাঙালি মানুষ দুই নাম্বারি বুঝিও না করিও না।
## আপনি লিগ্যাল ভাবে কাজ করে ১৫০০ ইউরো পর্যন্ত পরিশোধ করতে পারতেছেন তাইতো?
## আপনাকে পোলিশ সরকার বলছে সামার ভ্যাকেশন এ আপনি ফুল টাইম কাজ করতে পারবেন। এখন কোথায় যাবেন ভাই? আমরা বাঙালি মানুষ, অলসতা আমরা মোটেও পছন্দ করি না। কাজ ছাড়া কিছু বুঝি না।
## ৩ মাস ছুটি। সকাল ৯ টাই কাজ শুরু বিকাল ৫ তাই শেষ। **কত হলো ? **৮ ঘন্টা। সন্ধ্যা ৭ টাই কাজ শুরু ১২ টাই কাজ শেষ। **কত ?? **৫ ঘন্টা। টোটাল ১৩ ঘন্টা ১ দিনে।
## ৭ দিনে:- ১৩*৭= ৯১ ঘন্টা * ১৫ জলতি =১৩৬৫জলতি
## ১ মাসে :- ১৩৬৫*৪সপ্তাহ=৫,৪৬০ জলতি ( থাকা খাওয়া ৮০০ জলতি) থাকলো ৪,৬৬০ জলতি।
## ৩ মাসে ৪,৬৬০*৩=১৩,৯৮০ জলতি
## ১৩,৯৮০ জলতি =৩,১৪৩ ইউরো।
%%সারা বছর যেটা ইনকাম করেছেন সেটা দিয়ে নাহয় ২ টা জামা আর ২ টা প্যান্ট সাথে ১ টা জুতা কিনে নিলেন। ও আর শুনছি ওখানে নাকি সহজে প্রেম ভালোবাসা হয়। করলেন ঐসব দুই একটা।%%
তাহলে ফাইনালি আমরা এই সিদ্ধান্তে উপনীত হইলাম যে, হিসাব মতে, স্টুডেন্ট থাকা অবস্থায় কষ্ট করলে যেকোনো দেশে নিজ চলে পড়াশুনার খরচ জোগাড় করা সম্ভব।

"আশাকরি আর কোনো দিন কারো কাছে শোনা লাগবে না যে ভাই ঐখানে গিয়ে কি আমি নিজে চলে পড়াশুনা এর খরচ জোগাড় করতে পারবো ?"
অনেক রাত জেগে লিখলাম ভাই। কমেন্ট এ আপনার মতামত তা দয়াকরে জানিয়ে যাবেন।
ধন্যবাদ।
লেখকঃ আর্কিমিডিস রায়।

1 comment: